করোনাভাইরাসের চিকিৎসায় চার হাজার হাসপাতাল শয্যা প্রস্তুত করছে টোকিও

টোকিও মেট্রোপলিট্যান সরকারের কর্মকর্তারা নতুন করোনাভাইরাসের আকস্মিক দ্রুত বিস্তারে আক্রান্ত রোগীদের জন্য চার হাজার হাসপাতাল শয্যা প্রস্তুতের পরিকল্পনা করছে।

সোমবার কর্মকর্তারা নতুন করোনাভাইরাসের একটি টাস্কফোর্সের সাথে বৈঠক করেন এবং ভাইরাসের বিস্তারে সাড়া দিতে ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে জানান।

কর্মপন্থা অনুযায়ী রাজধানীর চিকিৎসা ব্যবস্থা বজায় রাখতে বেসরকারি খাতের চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহায়তা চাওয়া হবে।

বর্তমানে নির্ধারিত সংক্রামক ব্যাধির রোগীদের জন্য ১১৮ টি হাসপাতাল শয্যা রয়েছে।

কর্মকর্তারা গুরুতর রোগীদের চিকিৎসা দিতে এ সংখ্যাকে ৭০০ শয্যায় উন্নীত এবং মাঝারি লক্ষণ দেখা দেওয়া রোগীদের জন্য ৩,৩০০ শয্যা প্রস্তুতের পরিকল্পনা করছেন।

তারা মৃদু লক্ষণ দেখা দেওয়া লোকদের সাধারণ রোগের জন্য নিজ বাড়িতে বা অন্যত্র বাসস্থানে অবস্থান করে বিশ্রাম নিতেও আহবান জানিয়েছে।