প্রশ্নোত্তরে করোনাভাইরাস
এবারে করোনাভাইরাস নিয়ে আমাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এন এইচ কে’র বিশেষজ্ঞরা। আজকের প্রশ্ন হল, “আমাদের কাপড় আমরা কিভাবে জীবাণু-মুক্ত করতে পারি?” ধুয়ে ফেলার মধ্যে দিয়ে ভাইরাস আমরা মুছে ফেলতে পারি কিনা এবং কাপড় জীবাণু-মুক্ত করায় এলকোহল ব্যবহার করা উচিৎ হবে কিনা, তা আমরা এখানে জানতে পারবো।
জাপানের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতির এরিসা সুগাওয়ারা বলছেন, কাপড়ে এলকোহল জীবাণু-মুক্তকরণ ব্যবহারের কোন দরকার নেই। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে নিয়মিত ধুয়ে নেয়ার প্রক্রিয়ায় অধিকাংশ ভাইরাস মুছে যায়, যদিও নতুন করোনা ভাইরাসের বেলায় এটা এখনও প্রমাণিত হয়নি।
কাশি কিংবা হাঁচি পাওয়ার সময় মুখ ঢেকে রাখার জন্য ব্যবহার করা রুমালের মত যেসব সামগ্রীর বেলায় ভাইরাস সংক্রমিত হওয়ার বিশেষ ঝুঁকি রয়েছে, সেগুলো ১৫ থেকে ২০ মিনিট ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখার সুপারিশ সুগাওয়ারা করছেন।