সংক্রমণ ছড়িয়ে পড়ার মুখে জাপানে বিদেশী পর্যটক আগমনে ধ্বস
জাপানের জাতীয় পর্যটন সংগঠন বলছে ফেব্রুয়ারি মাসে জাপান সফর করেছেন সেরকম পর্যটকের সংখ্যা ছিল ১০ লক্ষ ৮ হাজারের সামান্য বেশি, যা হচ্ছে এক বছর আগের একই মাসের চাইতে রেকর্ড পরিমাণ প্রায় ৫৮ শতাংশ হ্রাস। ধ্বসের কারণ হিসেবে সংগঠন নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তারকে দায়ী করছে। এবার নিয়ে টানা পাঁচ মাস ভ্রমণকারীর সংখ্যা হ্রাস পেল।
চীন থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল ৮৭,২০০,যা হচ্ছে গত বছরের একই মাসের চাইতে প্রায় ৮৮ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ার পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়ে ১৪৩,৯০০তে দাঁড়ায়।
জাপানের পর্যটন খাতের উপর সংক্রমণ বিস্তারের প্রতিক্রিয়া আরও বেশি মারাত্মক হয়ে উঠছে।