চীনের বাইরে বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে: ডব্লিউএইচও মহাপরিচালক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে, চীনের বাইরে নিশ্চিত হওয়া করোনাভাইরাসের মোট সংখ্যা দেশটির ভেতরে নিশ্চিত হওয়া সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আডহানোম ঘেব্রেইসুস সোমবার সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, গত সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

টেড্রোস বলেন, চীনের চাইতেও এখন বিশ্বের অন্যান্য অঞ্চলে সংক্রমণ এবং মৃত্যুর ঘটনার বেশি খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচও’র উপাত্তের দেয়া ইঙ্গিত অনুযায়ী সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী নিশ্চিত সংক্রমণের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ১৯। তাদের মধ্যে ৮৬ হাজার ৯শ ৪২টি সংক্রমণ ঘটেছে চীনের মূল ভূখণ্ডের বাইরের দেশ এবং ভূখণ্ডে।

টেড্রোস বলেন, দেশগুলো যথেষ্ট পরিমাণ “পরীক্ষা, পৃথককরণ এবং সংক্রমিতদের ঘনিষ্ঠ সংযোগে আসা ব্যক্তিদের খুঁজে বের করছে না”।

এদিকে, ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রযুক্তি-প্রধান মারিয়া ভান-কেরখফ বলেন, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে সংক্রমণের হার তুলনামুলকভাবে কম।

তিনি আরও বলেন, এছাড়া, শিশুদের ক্ষেত্রে রোগের উপসর্গও কম হতে দেখা যাচ্ছে।

তবে তিনি বলেন, তা সত্ত্বেও অপেক্ষাকৃত তরুণ প্রজন্মকেও নাজুক ভেবে সুরক্ষা দেয়া উচিত কারণ ভাইরাসের সংক্রমণে কিছু শিশুরও মৃত্যু ঘটেছে।