ভাইরাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের জন্য জি-৭ নেতৃবৃন্দের কাছে জাপানের প্রধানমন্ত্রীর আহ্বান

সাতটি বৃহৎ অর্থনীতির জোট জি-৭ এর অন্যান্য নেতৃত্বের সাথে একটি ভিডিও কনফারেন্স করার সময় করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে।

৫০ মিনিটের ঐ সংলাপের পর আজ আবে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের ঔষধ উন্নয়নই যে সর্বাধিকার পাওয়া উচিত, সেটি তিনি অন্য নেতাদের বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের লোকজনের প্রজ্ঞাকে একত্র করার মধ্যে দিয়ে ঔষধ উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করার উপর তিনি জোর দিয়েছেন।

আবে বলেন, তিনি যে অর্থনৈতিক এবং আর্থিক পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, সেটি এই মহামারির কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির সাথে সামঞ্জস্যপূর্ণ এমন উল্লেখ করে জি-৭ নেতৃবৃন্দ তাকে সমর্থন করেন।

তিনি আরও বলেন, এছাড়া নেতৃবৃন্দ যথাসময়ে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক অনুষ্ঠান এগিয়ে নেয়ার জন্য জাপানের পরিকল্পনাকেও সমর্থন করেন।