টোকিও অলিম্পিকের জন্য ভাইরাস প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাসের প্রসার সম্পর্কে উদ্বেগের মাঝে, জাপান সরকার পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের জন্য প্রস্তুতি গ্রহণের পরিকল্পনা করছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই অলিম্পিক এক বছর বিলম্বিত করা বিচক্ষণতার পরিচায়ক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করার পর তিনি এই মন্তব্য করেন।

পরে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন এবং তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য জাপান সম্ভাব্য সব কিছুই করছে।

জাপান সরকারের সূত্রে বলা হয় যে, ট্রাম্প সম্ভাব্য বিলম্বের কথা উল্লেখ করেননি। তিনি, জাপানের স্বচ্ছ প্রচেষ্টার প্রশংসা করেন বলে প্রকাশ।

অপর দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি, পরিকল্পনা অনুযায়ী ২৪শে জুলাই অলিম্পিক শুরু করার লক্ষ্যে সবধরনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।

কিন্তু গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে টমাস বাখ ইঙ্গিত দেন যে, ডাব্লিউএইচও অলিম্পিক বাতিল করার সুপারিশ করলে আইওসি সেই উপদেশ গ্রহণ করবে।

জাপান সরকারের সূত্রে স্বীকার করা হয় যে, মে মাসের প্রথম দিক পর্যন্ত জাপান এবং বিদেশে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে অলিম্পিক অনুষ্ঠান করা কঠিন হতে পারে।

জুলাই মাসে টোকিও যাতে ক্রীড়াবিদ এবং দর্শকদেরকে স্বাগত জানাতে পারে সেই লক্ষ্যে জাপান সরকার, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশসমূহের আরও বেশী সহযোগিতা কামনা করার পরিকল্পনা করছে।