১৫ মিনিটে নতুন করোনাভাইরাস সনাক্ত করার কিটস্ আমদানি করবে জাপান
বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারক একটি জাপানী কম্পানি জানিয়েছে যে তারা দ্রুত নতুন করোনাভাইরাস সনাক্ত করতে সক্ষম কিটস আমদানি ক’রে তা বাজারে সরবরাহ করতে শুরু করবে।
বর্তমানে জাপানে নতুন করোনাভাইরাসের পরীক্ষায় সময় লাগে কমবেশি ছয় ঘন্টা। কুরাবোও ইন্ডাসট্রিজ জানায় দ্রুততর সনাক্তকরণের কিটস্ দিয়ে এই কাজটি মাত্র ১৫ মিনিটে করা যাবে এবং এরজন্য কোনো বিশেষ যন্ত্রপাতিও লাগবে না।
কম্পানিটি এই কিটস্ আমাদানি করবে এর চীনা শরিক কম্পানির কাছ থেকে যারা এই কিটস্ তৈরি করেছে। এই কিটস্ এ মাসেই জাপানের বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।
এই কিট্সে মানুষের শরীরের রক্তের সামান্য পরিমাণ নমুনার মধ্যে অ্যান্টিবডি আছে কি না, দেখার জন্য রি-এজেন্ট ব্যবহার করা হয়। কুরাবোও ইন্ডাসট্রিজের কর্মকর্তারা বলেন, এই কিটস্ চীনে ব্যবহার ক’রে শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে সঠিক ফল পাওয়া গেছে। জাপানের বাজারে এই কিটস্ দৈনিক ১০ হাজার ক’রে সরবরাহ করা যাবে বলে কম্পানিটি জানায়।