জাপানে করোনাভাইরাস সংক্রান্ত একটি জরুরি আইন কার্যকর

জাপানের সংসদ একটি আইন অনুমোদন করেছে যেটি প্রধানমন্ত্রীকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একটি জরুরি অবস্থা ঘোষণা করতে সক্ষম করবে।

জাপান সংসদের উচ্চ কক্ষে ক্ষমতাসীন কোয়ালিশন এবং কয়েকটি বিরোধী দলের সমর্থনে আইনটি শুক্রবার অনুমোদিত হয়। নিম্ন কক্ষে বিলটি বৃহস্পতিবার অনুমোদিত হয়।

জরুরি অবস্থার ঘোষণা জেলা-গভর্নরদের বিভিন্ন ধরনের অনুরোধ জানাতে বা আদেশ দিতে সক্ষম করবে। এই অনুরোধ বা আদেশের মধ্যে লোকজনকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি স্কুল বন্ধ রাখার মত সুরক্ষামূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

আইনপ্রণেতারা একটি সম্পূরক প্রস্তাবও অনুমোদন করেন যেখানে একটি জরুরি অবস্থা ঘোষণার আগাম নোটিশ সংসদকে দেয়া এবং পরে পরিস্থিতির উপর একটি রিপোর্ট তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এই আইনটি শনিবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, একটি জরুরি অবস্থার ঘোষণা দিতে হবে কিনা সেব্যাপারে সরকার সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবে, কেননা এই ঘোষণা লোকজনের জীবনযাত্রার উপর এক মারাত্মক প্রভাব ফেলতে পারে।