জাপানে সরকারি মজুত থেকে হাসপাতালে মাস্ক পাঠানো হবে
করোনাভাইরাসের বিস্তারে সার্জিকাল মাস্কের ঘাটতি দেখা দেয়ায় জাপান সরকারের কর্মকর্তারা তাদের মজুত থেকে ২৫ লক্ষ মাস্ক হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
দুর্যোগ ও অন্যান্য জরুরী অবস্থার জন্য মন্ত্রণালয় ও এজেন্সিতে জমা করে রাখা ৬৪ লক্ষ মাস্কের থেকে এগুলো বিতরণের সিদ্ধান্ত সরকার নেয়।
জেলা সরকারগুলোর মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং সেবা কেন্দ্রে এগুলো দেয়া হবে। এই সপ্তাহান্তের মত দ্রুত সময়ে সেগুলো বিতরণের কাজ শুরু হবে।