আগামী রবিবার থেকে জাপানে মাস্কের পুনর্বিক্রয় নিষিদ্ধ
জাপানে বেশি দামে মুখের সুরক্ষামূলক মাস্ক পুনর্বিক্রয়ের উপর একটি নিষেধাজ্ঞা আগামী রবিবার থেকে কার্যকর হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে মাস্কের সরবরাহে স্বল্পতা চলাকালীন সরকার এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে।
নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরা এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০ লক্ষ ইয়েনের মত বা প্রায় ৯ হাজার ৭শ ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হবেন।
কর্মকর্তারা ধারণা করছেন, মাস্ক মজুদ করে অনলাইনে বেশি মূল্যে বিক্রি চলমান সরবরাহ সংকটকে আরও নাজুক করে তুলছে।
সরকারি এই অধ্যাদেশ ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক পুনরায় বিক্রি নিষিদ্ধ করবে। এই পদক্ষেপ অনলাইন নিলামের উপরও প্রযোজ্য হবে।