করোনাভাইরাস মোকাবিলায় জাপান সরকারের দ্বিতীয় আর্থিক প্যাকেজ

জাপান সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব কমিয়ে আনার জন্য দ্বিতীয় একটি আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে।

সরকার এই প্রাদুর্ভাব সামাল দেয়ার জন্য গঠন করা এক টাস্কফোর্সের মঙ্গলবারের বৈঠকে ৪৩ হাজার কোটি ইয়েন বা ৪০০ কোটির বেশি মার্কিন ডলারের সমতুল্য এই পদক্ষেপগুচ্ছের প্যাকেজ অনুমোদন করে।

এই নতুন প্যাকেজের পদক্ষেপসমূহের মধ্যে স্কুল সাময়িকভাবে বন্ধ রাখার মধ্যে কাজ থেকে ছুটি নিতে বাধ্য হওয়া বাবা-মায়েদের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এই বাবা-মায়েরা যে বেতন পাবেন না তার জন্য তাদের সহায়তায় নতুন একটি ভর্তুকি কর্মসূচি প্রণয়ন করা হবে।

এই প্যাকেজের মধ্যে এই প্রাদুর্ভাবের কারণে বিক্রি কমে যাওয়া ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কার্যকরভাবে শূন্য সুদের হার এবং কোনরকম অতিরিক্ত জামানত ছাড়াই বিশেষ ঋণ প্রদানের একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী শিনযো আবে বলেন, তিনি বিভিন্ন অনুষ্ঠান আয়োজকদের প্রতি আরও প্রায় ১০ দিন বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকা অব্যাহত রাখার আহ্বান জানাবেন।

আবে এও বলেন, ইতালির উত্তরে বসবাসরত বিদেশিদেরও জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এই নিষেধাজ্ঞা বুধবার থেকে চালু হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্টতার কারণে এবারই প্রথম জাপান ইউরোপ থেকে আসা ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করল।
জাপান বর্তমানে চীনের হুবেই প্রদেশ এবং ঝেজিয়াং প্রদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও ইরানের কিছু অংশে বসবাস করা বিদেশিদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে।