বিশ্বব্যাপী আরও করোনাভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে

এনএইচকে’র এক গণনায় দেখা গেছে যে, এই নতুন করোনাভাইরাস এখন চীনের মূল ভূখণ্ড ও জাপানের বাইরে ৯৯টি দেশ ও ভূখণ্ডে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।

রবিবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ছিল ২৬ হাজার ৯৭১ এবং মৃতের সংখ্যা ৬৭৬।

ইতালি ৭ হাজার ৩৭৫টি সংক্রমণের ঘটনা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, এখানে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ এবং এরপর ৬ হাজার ৫৬৬ জন আক্রান্ত রোগী নিয়ে রয়েছে ইরান। ফ্রান্সে ১ হাজার ১২৬টি সংক্রমণ শনাক্ত করা হয় এবং জার্মানি’তে ৯০২। বাংলাদেশ তাদের প্রথম সংক্রমণের খবর দিয়েছে, ৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ভাইরাসে মৃতের সংখ্যা ইতালিতে ৩৬৬ জন। বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে ইরানে মারা গেছে ১৯৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৫০ জন, ফ্রান্সে ১৯ জন, স্পেনে ১৭ জন এবং যুক্তরাষ্ট্রে ১১ জন।