করোনাভাইরাস আতঙ্কের মাঝে ইয়েনের মূল্যমান বেড়ে চলেছে

টোকিও বৈদেশিক বিনিময় বাজারে সোমবার জাপানি ইয়েনের মূল্যমান মার্কিন ডলারের বিপরীতে ৩ শতাংশেরও বেশি বেড়ে গেছে যা ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ডলারের বিপরীতে সর্বোচ্চ পর্যায়।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে ডলার বিক্রি করে দেয়া এবং ইয়েন কেনার হিড়িক পড়ে যায় এই উদ্বেগের কারণে যে, যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক অর্থনীতির উপর করোনাভাইরাসের প্রভাব মারাত্মকভাবে বিস্তার লাভ করতে পারে।