জাপান করোনাভাইরাসের পরীক্ষা দৈনিক ৭ হাজারে বৃদ্ধি করছে
জাপানের স্বাস্থ্যমন্ত্রী, চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত দেশে নতুন করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা দৈনিক ৭ হাজার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ সম্প্রচারিত এনএইচকের এক অনুষ্ঠানে কাৎসুনোবু কাতো, উক্ত মন্তব্য করেন।
কাতো, গত সপ্তাহ থেকে জাতীয় স্বাস্থ্য বীমার আওতায় ব্যয় নির্বাহ করে আসা ভাইরাস পরীক্ষার বিষয়ে কথা বলেন।
তিনি, ব্যয় নির্বাহের অর্থ হচ্ছে সরকারী স্বাস্থ্য কেন্দ্রের অনুমতি ছাড়াই চিকিৎসকরা বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষা করাতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন।
তিনি, গত বৃহস্পতিবার পর্যন্ত জাপানের দৈনিক পরীক্ষা করার সক্ষমতা ৪ হাজার ২শ থেকে ৬ হাজার ২শতে উন্নীত হয়েছে বলে জানান।
তিনি, এই সক্ষমতা বেসরকারি পরীক্ষাগারে অনুষ্ঠিত পরীক্ষার সংখ্যাসহ দৈনিক ৭ হাজারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সরকারের একটি উপদেষ্টা প্যানেল, ভাইরাসটি প্রতিরোধের জন্য আগামী ১ অথবা ২ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দিয়ে উল্লেখ করেছিল। তবে ইতোমধ্যে, উল্লেখিত দুই সপ্তাহ পেরিয়ে গেছে।
কাতো, পরীক্ষায় সংক্রমিত বলে নিশ্চিত লোকজনের সংখ্যা দিয়ে ভাইরাস প্রতিরোধ প্রচেষ্টার সফলতা পরিমাপ করা সম্ভব বলে উল্লেখ করেন। তিনি, ফলাফল পেতে ১০ থেকে ১৪ দিনের প্রয়োজন হয় বলে জানান।
স্বাস্থ্যমন্ত্রী, গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রভাব মূল্যায়ন করতে পুনরায় প্যানেলটির বৈঠক আহ্বান করা হবে বলে জানান।
কাতো, প্যানেলের পর্যালোচনার উপর ভিত্তি করে সরকার বৃহদাকারের সমাবেশ অনুষ্ঠান পুনরারম্ভের অনুমতি প্রদান করা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে উল্লেখ করেন।
সরকার, এইধরনের অনুষ্ঠানের বিষয়ে দুবার ভেবে দেখতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছিল।