জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি

আজ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাপানে নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে ৪শ ৫৬’তে উন্নীত হয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৬শ ৯৬ ব্যক্তিও সংক্রমিত হয়েছেন এবং চীনের হুবেই প্রদেশে থেকে ভাড়া করা বিমানে জাপানে ফিরিয়ে আনা ব্যক্তিদের মাঝেও ১৪ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের সংগৃহীত উপাত্তের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

এ পর্যন্ত ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭ জন ঐ প্রমোদতরীর।

জেলা ওয়ারী হিসেবে হোক্কাইদো’তে সর্বোচ্চ ১০১টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এরপর যথাক্রমে ৭০টি সংক্রমণ নিয়ে আছে আইচি এবং ৬৪টি নিয়ে আছে টোকিও। কানাগাওয়া এবং ওসাকা জেলার প্রতিটিতে ৪১ ব্যক্তির দেহে সংক্রমণ ঘটেছে।

এদিকে, ১১জন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোয়ারেন্টাইন কর্মকর্তার সংক্রমণও নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল পর্যন্ত ৬১ জন গুরুতর রোগী হয় কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সাহায্য নিচ্ছিলেন বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে ৩১ জন প্রমোদতরী থেকে আসা।

অন্যদিকে, গতকাল পর্যন্ত মোট ৩শ ১১ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।