চীন ও দক্ষিণ কোরিয়া থেকে জাপানে আসা ফ্লাইটের অর্ধেকের গন্তব্য পরিবর্তন
চীনের মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা সবগুলো যাত্রীবাহী বিমানকে কেবল টোকিও’র কাছের নারিতা এবং ওসাকা’র কাছের কানসাই বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হবে।
পরিবহণ মন্ত্রী কাযুইয়োশি আকাবা শুক্রবার সাংবাদিকদের বলেন, ফ্লাইট নারিতা ও কানসাই বিমানবন্দরমুখী করার সরকারি অনুরোধের মাধ্যমে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা প্রায় অর্ধেক ফ্লাইট প্রভাবিত হবে।
আকাবা বলেন, বর্তমানে চীন, হংকং এবং ম্যাকাও থেকে আসা ৪৪০টি ফ্লাইটের মধ্যে ২৩০টি ১ সপ্তাহে নারিতা ও কানসাই বিমানবন্দর ছাড়া আরও ১৪টি বিমানবন্দর ব্যবহার করে।
তিনি এও বলেন, দক্ষিণ কোরিয়া থেকে প্রতি সপ্তাহে আসা ৬২০টি ফ্লাইটের ৩০০টি অবতরণ করে ১৫টি বিমানবন্দরে।
এর অর্থ হচ্ছে, মোট ৫৩০টি ফ্লাইটকে এর গতিপথ পরিবর্তন করতে হবে।
সরকার নৌ-সেবা প্রদানের পরিষেবা কোম্পানিগুলোকে জাপান এবং চীন বা দক্ষিণ কোরিয়ার মধ্যে তাদের যাত্রী-সেবাও স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে।