করোনাভাইরাস মোকাবিলার পদক্ষেপ আরও জোরদার করছে জাপান সরকার

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে আসা ব্যক্তিদের দু’সপ্তাহের জন্য কোয়ারেনটাইন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে জাপান সরকারের এই অনুরোধের বিষয়টি তারা দক্ষিণ কোরিয়াকে ব্যাখ্যা করে বলবে।

জাপানের পদক্ষেপের বিরুদ্ধে সউল প্রতিবাদ করবে জানানোর পরে সুগা শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, এইসব দেশ থেকে আসা লোকজনের সংখ্যা কমানোর মাধ্যমে এই ভাইরাসবাহীদের জাপানে প্রবেশ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ কঠোর করাই এই অনুরোধের লক্ষ্য।

তিনি এও বলেন, এখনই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। তিনি আরও বলেন, এই মহামারী হ্রাস করতে সরকার সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে।

সুগা বলেন, কেবল মঙ্গলবারেই চীন থেকে ৮০০ এবং দক্ষিণ কোরিয়া থেকে ১ হাজার ৭০০ ব্যক্তি জাপানে এসেছেন।