জাপানে পর্যটন শিল্প ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত

জাপানের পর্যটন শিল্প, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভ্রমণ ও হোটেল বুকিং তীব্র ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে।

জাপান পর্যটন সংস্থা সমিতি, ব্যক্তিগত ক্রেতাদের কাছ থেকে বুকিং-এর যে সংখ্যা তারা পেয়েছে সেই বিষয়ে তাদের ৭টি বৃহদাকার সদস্য কোম্পানির উপর জরিপ চালায়।

সমিতি বলছে, মার্চ মাসে অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা গত বছর একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে। এপ্রিল মাসে বুকিং-এর সংখ্যায় ৫০ শতাংশ হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ হল মার্চ মাসে ৩৯ শতাংশ এবং এপ্রিলে ৫০ শতাংশ।

৫১টি ট্যুর বাস পরিচালক কোম্পানির উপর জরিপে চালিয়ে দেখা গেছে যে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দর্শনীয় স্থান ঘুরে দেখা এবং স্কুল থেকে আয়োজিত সংক্ষিপ্ত ভ্রমণ মিলে ১১ হাজারের বেশি ট্যুর বাতিল হয়ে গেছে।

সম্প্রতি স্কুল বন্ধ করে দেয়া এবং বিরাট আকারের ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেয়ার জন্য সরকারের জানানো আহ্বান, পর্যটন শিল্পের উপর অপর এক আঘাত হানতে পারে। আর্থিক সহযোগিতা প্রদান এবং পর্যটন এগিয়ে নিতে জোরালো পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এই শিল্প খাত।