করোনাভাইরাসের চিকিৎসা নীতি হালনাগাদ করেছে জাপান

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করোনাভাইরাসের বিস্তারের পথ বন্ধ করতে নতুন নির্দেশিকার সমন্বয় করেছে। এরমধ্যে মন্ত্রণালয় মৃদু লক্ষণ দেখা দেওয়া রোগীদের নিরাময় না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে বলার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে।

নতুন করোনাভাইরাসের সামাল দিতে জাপান সরকার গত মাসে পরিকল্পনা দিয়েছিল। তবে বলেছিল যে কিছু নীতির পরিবর্তন হতে পারে যদি কিছু অঞ্চলে উল্লেখযোগ্য হারে রোগীর সংখ্যা বাড়ে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিকল্পনায় বলা হয়েছে ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দেয়া স্থানে গুরুতর অসুস্থ রোগীদের ভাইরাসের পরীক্ষা করা হবে এবং মৃদু লক্ষণ দেখা যাওয়া রোগীদের পরীক্ষা করা হবে না।

যদি হাসপাতালে শয্যাসংখ্যার স্বল্পতা দেখা দেয় তবে মৃদু লক্ষণ দেখা দেওয়া রোগীদের বাড়িতে থেকে নিরাময়ের জন্য আহবান জানানো হতে পারে। বর্তমানে যেসব রোগীরা নিশ্চিতভাবে সংক্রমিত তাদের হাসপাতালে রাখা হয়েছে।

পরিকল্পনায় প্রত্যেক অঞ্চলে চিকিৎসা স্থাপনা স্থাপনের আহবান জানানো হয়েছে যেখানে সংক্রমিত কিডনি রোগীদের এবং গর্ভবতী নারীদের চিকিৎসা দেয়া যেতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করে যে অঞ্চলভেদে যেহেতু স্বাস্থ্য সেবা ভিন্ন, তাই মন্ত্রণালয় চায় জেলা সরকারগুলো বাসিন্দাদের ব্যাখ্যা করবেন এবং নিজেদের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।