জাপানের তোয়ামায় জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম শুরু

জাপান সাগর উপকূলের তোয়ামা উপসাগরে আজ ফায়ার-ফ্লাই বা জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম শুরু হয়েছে।

প্রতি বছর মার্চ মাসের ১ তারিখ এই মৌসুম শুরু হয়। আজ ভোর ৪টার দিকে তিনটি মাছ ধরার জাহাজ নামেরিকাওয়ার একটি বন্দর ত্যাগ করে। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে এলাকার সবচেয়ে বড় মাছ ধরে আনার স্থান হিসেবে এই বন্দরের গৌরব রয়েছে।

যখন জেলেরা উপকূলের দেড় কিলোমিটার দূরে স্থাপন করা স্থায়ী জাল তুলে নেন, তখন রাতের কালো আধারে জোনাকি স্কুইডগুলো নিয়নের নীল আলোর দ্যুতি ছড়ায়।

কর্মকর্তারা বলছেন, আজ ধরা পড়া ৩শ ৬৫ কিলোগ্রাম মাছ গতবছরের মৌসুম শুরুর প্রথম দিনে ধরা পড়া মাছের পরিমাণ থেকে অনেক বেশি।

একটি মৎস্য শিকার সমিতির উপ-প্রধান কাযুহিতো মিযুহাশি বলেন, মৌসুমের একটি ভাল শুরু হওয়ায় তিনি আনন্দিত। তিনি বলেন, অনেক লোকই জোনাকি স্কুইডের স্বাদ নিতে চাইবেন বলে তার প্রত্যাশা।

আগামী মাস পর্যন্ত তোয়ামা উপসাগরে জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম তুঙ্গে থাকবে। আর এই মৌসুম মধ্য-জুন পর্যন্ত অব্যাহত থাকবে।