বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত অনুধাবনের জন্য আবের আহ্বান

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, সারাদেশের বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখতে সরকারের অনুরোধ অনুধাবন করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি, শিশুদের মাতাপিতাকে সহায়তা প্রদানের বিষয়েও নিজের দৃঢ় প্রত্যয় প্রদর্শন করেন।

আবে আজ টোকিওতে, সমগ্র জাপানে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার মাঝে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি, এই সংক্রমণ প্রতিহত করতে লোকজনের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি, এই যুদ্ধ সরকারের একার পক্ষে জয়লাভ করা সম্ভবপর নয় বলে উল্লেখ করেন।

আবে, সংক্রমণ প্রতিহত করতে সরকার আগামী প্রায় ১০ দিনের মধ্যে ২য় একগুচ্ছ জরুরী পদক্ষেপ প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানান। তিনি, এতে চলতি বছরের বাজেটের রিজার্ভ তহবিল থেকে প্রায় ২৭ হাজার কোটি ইয়েন বা প্রায় আড়াইশ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করেন।