করোনাভাইরাসের চিকিৎসায় রক্তের প্লাজমা ফলপ্রসূ
চীনের স্বাস্থ্য কর্মকর্তারা, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের প্লাজমা অন্যান্য রোগীদের আরোগ্য লাভের পক্ষে সহায়ক বলে জানিয়েছেন।
গতকাল জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা গুয়ো ইয়ানহং, এমন চিকিৎসার আওতায় ১৫৭ জন রোগীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর দেখা যায় যে ৯১ জন রোগীর অবস্থার উন্নতি হয়েছে বলে জানান।
তিনি আরও বলেন যে, এই ভাইরাসে সংক্রমিত ৩৬ হাজার ব্যক্তিকে রোগমুক্ত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এই সংখ্যা হচ্ছে, সংক্রমিত বলে নিশ্চিত ব্যক্তিদের মোট সংখ্যার প্রায় ৪৫ শতাংশ।
কর্তৃপক্ষ, আরোগ্য লাভের আগে প্রায় ৮ হাজার ৪০০ জন ব্যক্তির অবস্থা বিশ্লেষণ করে। তাঁদের মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশের লক্ষণ তুলনামূলক ভাবে গুরুতর ছিল না অপরদিকে ৭.২ শতাংশের অবস্থা গুরুতর এবং ২ শতাংশের অবস্থা মারাত্মক ছিল।
এই বিশেষজ্ঞ, ২ দশমিক ৮ শতাংশ রোগীর আগে থেকেই একাধিক রোগের লক্ষণ পরিলক্ষিত হয় বলে জানান।