আকিহাবারা মসজিদের ইমামের সাক্ষাৎকার

করোনাভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার মুখে টোকিওর কেন্দ্রস্থলের একটি মসজিদ শুক্রবারের জুম্মার নামাজ বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মসজিদ নুসানতারা আকিহাবারা টোকিও আজ ঘোষণা করেছে যে আগামী সপ্তাহ পর্যন্ত মুসলমানদের পবিত্র দিনের বিশেষ নামাজ মসজিদ স্থগিত রাখবে। ইন্দোনেশীয় সম্প্রদায় মসজিদের ব্যবস্থাপনা করছে এবং টোকিওর আকিহাবারা এলাকায় সেটি অবস্থিত।

মসজিদের ইমাম মুহাম্মদ আনোয়ার বলেছেন যে জাপান সরকার নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিরতি দেয়ার জন্য চাপ দিয়ে যাওয়ায় তারা সেই বিশেষ নামাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেছেন, “জাপানে আমরা বসবাস করায় জাপান সরকারের বিজ্ঞপ্তি আমাদের মেনে চলা উচিৎ, যদিও এটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞপ্তি, নিষেধাজ্ঞা নয়। মসজিদের ধারণ ক্ষমতা হচ্ছে ১০০জন পর্যন্ত। নামাজে শুধুমাত্র ইন্দোনেশীয়রাই নন, অন্যান্য বিভিন্ন দেশের লোকজনও যোগ দিয়ে থাকেন এবং নামাজ আদায় করতে এখানে আসেন বলে সাধারণত সার্জিকাল মাস্ক তারা পরেন না। এটা বন্ধ করার চেষ্টা আমরা করছি। একারণেই জাপান সরকারের বিজ্ঞপ্তি আমাদের মান্য করা উচিৎ।”