জাপানে করোনা ভাইরাসের আরও ১৫টি নতুন সংক্রমণ
আজ জাপানে, করোনা ভাইরাসের বেশ কয়েকটি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
উত্তরাঞ্চলীয় জেলা হোক্কাইদোর কর্মকর্তারা বলেন যে, ১০এর কোঠার বয়সী একটি মেয়েসহ ৮ ব্যক্তি নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর ফলে, জেলাটিতে সংক্রমিতের সংখ্যা ১৬ জনে উন্নীত হয়েছে।
টোকিওর পার্শ্ববর্তী চিবা জেলার কর্তৃপক্ষ, জেলাটিতে ৩টি এবং টোকিওতে ১টি নতুন সংক্রমণের ঘটনার বিষয় জানান।
জাপানের অন্যান্য স্থানের মধ্যে, কুমামোতো জেলায় দুটি এবং ওয়াকায়ামা জেলায় একটি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানায় যে, আজ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাপানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭৫৮ জনে পৌঁছেছে।
ইতোমধ্যে জাপান, নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য ফ্লু প্রতিরোধক ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতো, আজ সাংবাদিকদেরকে এ কথা জানান।
তিনি বলেন যে, কার্যকর বলে প্রমাণিত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।
কাতো বলেন, বিদেশে নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে যে সব ওষুধের কথা বলা হয়েছে ‘আভিগান’ হচ্ছে মন্ত্রণালয়ের বিবেচনাধীন সে সব ওষুধের মধ্যে কেবল একটি।