প্রমোদতরীতে ভাইরাসের সংক্রমণ মোকাবেলা পদক্ষেপের পুন:মূল্যায়ন করবে জাপান

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের নতুন করোনাভাইরাসের গণসংক্রমণ সামাল দেয়ার পদ্ধতি পুন:পরীক্ষার পরিকল্পনা করছে জাপান সরকার।

ইয়োকোহামার বন্দরে কোয়ারেন্টাইনের অধীনে থাকা জাহাজটিতে প্রায় ৩,৭০০ যাত্রী এবং ক্রুসদস্য ছিল।

যাদের ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় নেতিবাচক ফল পাওয়া গিয়েছিল এবং পর্যবেক্ষণে থাকা দু’সপ্তাহ সময়ের মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি তারা বুধবার থেকে জাহাজ ত্যাগ করছিলেন।

তবে বুধবার পর্যন্ত জাহাজে থাকা ৬২১ জনের স্বাস্থ্য পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক মার্কিন কেন্দ্রগুলো জানিয়েছে যে কিছু যাত্রীর সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে।

জাপানের বিরোধী রাজনৈতিক দলগুলোও সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে।

স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতো ব্যাখ্যা দেন যে জাহাজে থাকা যাত্রীদের সংক্রমণ রোধ করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করে যে জাপান কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে।

সরকার বলছে ভাইরাসের বিস্তার রোধ করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং যখন দেখা যাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তখন পদক্ষেপসমূহের পুন:মূল্যায়ন করবে।

এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের উদ্যোগেরও বিবেচনা করছে জাপান সরকার।