জাপানের পর্যটন খাতের বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জাপানে চীনা পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
জাতিসংঘের একটি সংস্থা, বছরের প্রথম তিনমাসে জাপানের পর্যটন শিল্প খাতের আনুমানিক ১শ ৩০ কোটি ডলার ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।
আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা বা ইকাও, কোভিড-১৯ ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে সংস্থার পূর্বাভাষ প্রকাশ করে।
এতে, প্রায় ৭০টি বিমান কোম্পানি চীনের মূল ভূখণ্ডে আসাযাওয়া করা সবগুলো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দিয়েছে এবং অন্যান্য ৫০টি বিমান কোম্পানি তাদের ফ্লাইট সংখ্যা হ্রাস করেছে বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি, এরফলে চীনে সরাসরি আসাযাওয়া করা বিদেশী বিমান কোম্পানির পর্যটক পরিবহনের ক্ষমতা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়।
সংস্থা, নতুন করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব ২০০৩ সালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের চেয়ে বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে।
এতে, কোভিড-১৯এর প্রাদুর্ভাবের ফলস্বরূপ, সারাবিশ্বে চীনা পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পাশাপাশি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে পর্যটন খাত থেকে জাপান প্রায় ১শ ২৯ কোটি ডলার রাজস্ব আয় হারাতে পারে বলে উল্লেখ করা হয়।