চীনের ঝেজিয়াং প্রদেশের লোকজনের জন্য জাপান প্রবেশ নিষিদ্ধ
জাপান সরকার নতুন করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে, চীনের ঝেজিয়াং প্রদেশের লোকজনের বৃহস্পতিবার থেকে শুরু করে দেশে প্রবেশ নিষিদ্ধ করবে।
প্রধানমন্ত্রী শিনযো আবে, ভাইরাস প্রাদুর্ভাবের মোকাবেলায় গঠিত একটি টাস্কফোর্সের সাথে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা দেন।
ডায়মণ্ড প্রিন্সেস জাহাজের আরোহী এবং ক্রুর সদস্যদের ভাইরাস পরীক্ষার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
পৌরসভা এবং বেসরকারী স্থাপনাগুলোর সহযোগিতা নিয়ে প্রতি দিনে ভাইরাস পরীক্ষা করে দেখার সংখ্যা প্রায় ৩০০ থেকে বৃদ্ধি করে কমপক্ষে এক হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি বলে আবে জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভাইরাসের উপসর্গ লক্ষ্য করা লোকজনকে পরীক্ষা করে দেখার অনুমতি স্থানীয় সরকারকে দেয়ার পরিকল্পনা করছেন তিনি।