চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে
চীন বলছে, নতুন করোনাভাইরাসের কারণে ১ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা বলছেন, নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল আরও ১শ ৮ ব্যক্তির মৃত্যু হওয়ায় সেদেশে মোট মৃতের সংখ্যা ১হাজার ১৬তে উন্নীত হয়েছে।
অতি মারাত্মকভাবে আক্রান্ত হুবেই প্রদেশের বাইরে বেইজিং এবং তিয়ানজিন থেকেও কিছু মৃত্যুর খবর জানা গেছে।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও বলছে যে গতকাল আরও ২ হাজার ৪শ ৭৮ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত হওয়ায় তা চীনে মোট রোগীর সংখ্যা ৪২ হাজার ৬শ ৩৮এ উন্নীত করেছে।
এদিকে, হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টি আজ ঘোষণা দিয়েছে যে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের দু’জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এর জন্য কোন কারণ জানানো না হলেও করোনাভাইরাসের বিস্তারের জন্য ঐ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে বলে মনে করা হচ্ছে।