উহানে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হওয়া এক জাপানি পুরুষের মৃত্যু

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হওয়া বয়স ষাটের কোঠায় থাকা এক জাপানি পুরুষ আজ এই ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র চীনা শহর উহানে নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেছেন।

মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন, নিজের চীনা স্ত্রীর সাথে উহান শহরে বসবাস করা ঐ ব্যক্তি গতমাসের ১৬ তারিখের দিকে জ্বরে আক্রান্ত হন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার নিউমোনিয়া রোগ নিশ্চিত করা হয়।

গতমাসের ২৮ তারিখ প্রাথমিকভাবে করোনাভাইরাসের জন্য করা পরীক্ষায় ইতিবাচক ফল আসলেও ঐ ব্যক্তির মৃত্যুর সময় পর্যন্ত ঐ ফলাফল নিশ্চিত করা যায়নি।

তাকে চিকিৎসা দেয়া হাসপাতাল জানিয়েছে যে তার মৃত্যুর কারণ “ভাইরাস জনিত নিউমোনিয়া”। তবে, এর কারণ নতুন করোনাভাইরাস কিনা, সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত নন।

উল্লেখ্য, এই ব্যক্তি হচ্ছেন করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণে মৃত্যুবরণ করা প্রথম জাপানি নাগরিক।

জাপান সরকার বলছে, সমর্থন দেয়ার জন্য তারা চীনের জাপানি দূতাবাসের মাধ্যমে ঐ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবে।