২০১৯ সালে জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড সর্বোচ্চ

জাপানের খাদ্য রপ্তানি ২০১৯ সালে রেকর্ড সর্বোচ্চ হয়েছে, তবে সরকারি লক্ষ্যমাত্রা ১ লক্ষ কোটি ইয়েনের থেকে নিচে রয়েছে।

কর্মকর্তারা বলছেন, গত বছর বিদেশে চালানের পরিমাণ ছিল ৯১ হাজার ২৩০ কোটি ইয়েন বা প্রায় ৮৩০ কোটি ডলার যা এর আগের বছরের তুলনায় ০.৬% বেশি।

চালের রপ্তানি বেড়েছে ২৩%। দুধ এবং দুগ্ধজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২০.৫%। প্রিমিয়াম ওয়াগিউ নামের উন্নতমানের গরুর মাংস সহ এই মাংসের রপ্তানি বেড়েছে ২০%। সাকে’র চালান বেড়েছে ৫.৩%।

তবে, গত ৭ বছরের মধ্যে এবারের সার্বিক বৃদ্ধি ছিল সবচেয়ে কম। কর্মকর্তারা বলছেন, জাপানি খাবারের সর্ববৃহৎ আমদানিকারক দেশ হংকং’এ চালানের পরিমাণ সরকার বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের কারণে কমে গেছে।