মায়ের থেকে শিশু সন্তানে করোনা ভাইরাসের সন্দেহজনক সংক্রমণ

চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার কেন্দ্র সি সি টি ভি খবর দিয়েছে যে নবজাতক এক শিশুর নতুন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া সম্পর্কে জানা গেছে।

সি সি টি ভি বলছে গত রবিবার রোগ ছড়িয়ে পড়ার কেন্দ্রে থাকা শহর উহানে শিশুটির জন্ম হয়। মা করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় জন্মের ৩০ ঘণ্টা পর শিশুর দেহে ভাইরাসের পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

জ্বর কিংবা কাশির মত উপসর্গ শিশুর মধ্যে দেখা না গেলেও শ্বাসকষ্ট ছিল। এক্সরে ছবিতে ফুসফুসে সংক্রমণ দেখা যায়। হাসপাতালের একজন চিকিৎসক মায়ের থেকে সন্তানে রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন এবং সেই সম্ভাবনা বিবেচনা করে দেখার আহ্বান বিশেষজ্ঞ ও চিকিৎসা পেশায় সংশ্লিষ্টদের প্রতি জানিয়েছেন।