টোকিওতে শেয়ারের মূল্য বৃদ্ধি
টোকিওতে আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের সম্ভাব্য চিকিৎসা এবং শুল্ক হ্রাসে চীনের ঘোষণা শেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী দিকে ঠেলে দেয়।
টোকিওতে নিক্কেই গড় আজ আগের দিনের শেষ সময়ের চাইতে ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৮৭৩ পয়েন্টে দিন শেষ করেছে। বিনিয়োগকারীরা সবরকম শেয়ার কিনে নেন।
বিশ্লেষকরা বলছেন করোনা ভাইরাসের চিকিৎসায় একটি ওষুধ আবিষ্কারে অগ্রগতির খবর প্রচারিত হওয়ার পর বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে দেখা দেয়া উদ্বেগ সহজ হয়ে আসে।
আগামী সপ্তাহের শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক হ্রাস করায় বেইজিংয়ের ঘোষণাও মনোভাব চাঙ্গা করে তুলেছে।
এদিকে ডলারের বিনিময়ে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে ১১০ ইয়েনের পর্যায়ে বেচাকেনা হয়েছে। নিরাপদ স্বর্গীয় সম্পদ হিসেবে গণ্য হওয়া জাপানি মুদ্রার ক্রয় শুরু হলেও বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ হ্রাস পেতে থাকায় সেগুলো বিক্রি করে দেয়া হয়।