দৃষ্টিহীন ম্যারাথনে জাপানি নারীর বিশ্বরেকর্ড
দৃষ্টিহীন ক্রীড়াবিদদের জন্য আয়োজিত নারী ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ৪৩ বছর বয়সী এক জাপানি দৌড়বিদ।
বেপ্পু ওইতা মাইনিচি ম্যারাথনে দৃষ্টিহীন ক্রীড়াবিদদের বিভাগে মিসাতো মিচিশিতা দুই ঘন্টা ৫৪ মিনিট ২২ সেকেন্ডে দৌড় শেষ করেন।
পশ্চিম জাপানের ওইতা জেলায় রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে তার পূর্বের বিশ্বরেকর্ডের চেয়ে তিনি এক মিনিট ৫২ সেকেন্ড কম সময় নেন।
ধীরে দৌড় শুরু করার পর মিচিশিতা পূর্বের বিশ্বরেকর্ডের চেয়ে দ্রুত গতিতে প্রথম অবস্থানে থাকা শুরু করেন। ২৫ কিলোমিটার পর সবাইকে পেছনে ফেলে তিনি দৌড়াতে থাকেন এবং চূড়ান্ত লাইনে পৌঁছানোর বাকি পথ তিনি সহজ নেতৃত্ব বজায় রাখেন।
মিচিশিতা জুনিয়র হাইস্কুলের ছাত্রী থাকা অবস্থায় এক রোগের কারণে তার প্রায় সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। তিনি ২০১৬ রিও ডি জেনেইরো প্যারালিম্পিকে রৌপ্যপদক জয় করেন।
গত এপ্রিলে লন্ডনে বিশ্ব প্যারালিম্পিক ম্যারাথনে বিজয়ী হওয়ার পর মিচিশিতা অনানুষ্ঠানিকভাবে এই গ্রীষ্মে টোকিও অলিম্পিকে প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হন।