উহান থেকে জাপানে ফেরা লক্ষণ সনাক্ত না হওয়া ব্যক্তির লক্ষণ প্রকাশিত
পূর্বে করোনা ভাইরাসের দৃশ্যত কোন লক্ষণ প্রকাশ না পাওয়া আক্রান্ত এক ব্যক্তির জ্বরসহ অন্যান্য লক্ষণ এখন দেখা যাচ্ছে।
৪০-এর কোঠার বয়সী ঐ ব্যক্তি চীনে করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্রস্থল উহান থেকে সরকারি ভাড়া করা এক বিমানে গত বুধবার জাপানে ফিরে আসেন।
ফেরার পর তার মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি তবে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছিল যে তিনি আক্রান্ত।
ঐ ব্যক্তির দেহে লক্ষণসমূহ প্রকাশিত হওয়ায় সোমবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। তিনি টোকিও’র নিকটে চিবার এক হাসপাতালে রয়েছেন।
কর্মকর্তারা জানান লক্ষণ দেখা না যাওয়ার পর লক্ষণ প্রকাশিত হওয়া এই ব্যক্তি জাপানে প্রথম।
সরকারি ভাড়া করা বিমানে করে ৫৬০ জনেরও বেশি জাপানে ফিরে আসেন। যাদের মধ্যে আটজন আক্রান্ত ছিলেন।
কর্মকর্তারা জানান সরকারি বাসযোগ্য স্থাপনায় এসব ব্যক্তিদের দু’সপ্তাহ পর্যন্ত আলাদা রাখা হবে।