চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে

করোনাভাইরাস সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবেলা করা চীনা কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে যে এই প্রাদুর্ভাবের শুরুর দিনগুলোতে তাদের সাড়া দেয়ার প্রক্রিয়া অত্যন্ত মন্থর ছিল।

তাদের এই স্বীকারোক্তি এমন সময় এলো যখন চীনে মৃতের সংখ্যা ২শ ৫৯ এবং সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় ১২ হাজার ছুঁয়েছে।

প্রাদুর্ভাবের সূত্রপাত ঘটা হুবেই প্রদেশের হাসপাতাল এবং ক্লিনিকগুলো এখন রোগীর অতিরিক্ত ভিড় সামলাতে ব্যতিব্যস্ত রয়েছে। তারা বলছে, প্রতিদিন প্রায় ৩০ হাজার উদ্বিগ্ন লোক পরামর্শ নেয়ার জন্য তাদের অভ্যর্থনা কক্ষে ভিড় জমাচ্ছেন।
অন্যদিকে, গ্রাম্য এলাকার অধিবাসীরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ভাইরাস নিয়ে কোন বহিরাগতের প্রবেশ রোধে নেয়া প্রচেষ্টার অংশ হিসেবে বাস এবং অন্যান্য বাধা প্রদানকারী বস্তু দিয়ে সড়কগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন।