করোনাভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ শুরু মধ্য-ডিসেম্বরে
চীনের গবেষকরা বলছেন, গতমাসের মাঝামাঝি সময়ে উহানে মানুষ থেকে মানুষে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়।
চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের বিজ্ঞানী অন্তর্ভুক্ত থাকা এক দল গবেষক গতকাল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেন।
চলতি মাসের ২২ তারিখের মধ্যে উহানে নিশ্চিত হওয়া নতুন করোনাভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট প্রথম ৪শ ২৫টি নিউমোনিয়ার ঘটনা সংশ্লিষ্ট উপাত্ত তারা বিশ্লেষণ করেন।
এর ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে ৪৭ জন রোগী গতমাসেই নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং এমন প্রমাণও তারা পেয়েছেন যে পরস্পর ঘনিষ্ঠ সাহচর্যে আসা ব্যক্তিদের মধ্যে মধ্য-ডিসেম্বর থেকেই মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটেছে।
এর মানে হল, ডিসেম্বরের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র কাছে নিউমোনিয়ার প্রাদুর্ভাবের প্রথম তথ্য জানানোর আগেই এধরণের সংক্রমণের ঘটনা ঘটেছে।
গবেষকরা বলছেন, অনুমিত হিসাব অনুযায়ী এই রোগের গড় সুপ্তাবস্থার কাল বা সংক্রমণ এবং উপসর্গ দেখা দেয়ার মধ্যকার সময় বা বিলম্ব ছিল ৫.২ দিন। তারা আরও বলছেন যে প্রতি রোগী থেকে গড়ে অন্য ২.২ ব্যক্তি সংক্রমিত হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে প্রায় প্রতি সাতদিনে এই মহামারি দ্বিগুণ আকার ধারণ করে।
গবেষকরা ক্লিনিক এবং জরুরি বিভাগগুলোতে যথেষ্ট পরিমাণ পরীক্ষার সরঞ্জাম যোগান দেয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন যাতে সংক্রমণের ঘটনাসমূহ যত দ্রুত সম্ভব সনাক্ত করা যায়।