করোনাভাইরাসের কারণে সৃষ্ট নিউমোনিয়াকে ছোঁয়াচে রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে জাপান সরকার
জাপান সরকার নিজেদের মনোনীত বা নির্দিষ্ট করা ছোঁয়াচে রোগের তালিকায় নতুন গোত্রের একটি করোনাভাইরাসের কারণে সৃষ্ট নিউমোনিয়াকে অন্তর্ভুক্ত করেছে।
মন্ত্রীসভা আজ দেশের ছোঁয়াচে রোগ এবং কোয়ারেন্টাইন বা সংগ-নিরোধ আইনের আওতায় একটি অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে রোগটিকে মনোনীত করে।
এই মনোনয়ন বা তালিকাভুক্তি ঐ ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের আবশ্যিকভাবে হাসপাতালে ভর্তি করার অনুমোদন দিবে।
এছাড়া, কর্তৃপক্ষ রোগীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ থেকে ছুটি নেয়ার জন্য নির্দেশনা দিতেও সমর্থ হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সব চিকিৎসা ব্যয় বহন করবে সরকারি তহবিল।
কোয়ারেন্টাইন আইনের আওতায়, বিমানবন্দর এবং সমুদ্রবন্দরের কর্মকর্তারা সংক্রমণের শিকার হওয়া সন্দেহভাজন ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষা’সহ অন্যান্য পরীক্ষা করতে নির্দেশনা দিতেও সক্ষম হবেন।
কেউ সেটি করতে অস্বীকার করলে তাকে জরিমানা করা যাবে।
অধ্যাদেশটি আগামী মাসের ৭ তারিখ কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ নিয়ে মোট পাঁচবার জাপান কোন রোগের ক্ষেত্রে এরকম মনোনয়ন বা নির্দিষ্টকরণ করেছে। আর ২০১৪ সালে মিডল-ইস্ট রেসপির্যাটরি সিনড্রোম বা মার্সের পর এবারই প্রথম কোন রোগকে নির্দিষ্ট এই তালিকায় অন্তর্ভুক্ত করা হল।