উহানের উদ্দেশ্যে ভাড়া করা প্লেনের যাত্রা: জাপানের পররাষ্ট্র মন্ত্রী
জাপানের পররাষ্ট্র মন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেছেন যে, সরকার জাপানি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার রাতে চীনের উহানের উদ্দেশ্যে প্রথম ভাড়া করা প্লেনটি পাঠাবে।
করোনাভাইরাসের প্রাণঘাতী এক মহামারীর মাঝে জাপান সরকার যেসব জাপানি নাগরিক এই শহর থেকে দেশে ফিরে আসতে চান তাদের জন্য চীনা কর্মকর্তা এবং অল নিপ্পন এয়ারওয়েজের সাথে এর প্রস্তুতি সম্পন্ন করে।
মোতেগি বলেন, অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় ২০০ আরোহী নিয়ে বুধবার সকালে টোকিও’র হানেদা বিমানবন্দরে ফিরে আসবে।
তিনি এও বলেন, সরকার আরও ভাড়া করা প্লেন উহানে পাঠানোর চেষ্টা করছে, কেননা প্রায় সাড়ে ৬০০ ব্যক্তি ইতোমধ্যেই জাপানে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছেন।