উহান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন তার সরকার করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রে থাকা চীনা শহর উহান ত্যাগ করতে ইচ্ছুক জাপানি নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেবে।

আবে আজ সাংবাদিকদের বলেন জাপানি নাগরিকরা উহান ছেড়ে চলে যাতে চাইছেন কিনা তা নির্ধারণ করে নিতে এবং বন্ধ করে দেয়া শহর থেকে এদের সরিয়ে নেয়ার উপায় পরীক্ষা করে দেখতে সরকার সপ্তাহান্ত ধরে কাজ করেছে।

তিনি বলেছেন তার সরকার বিমান ভাড়া করবে এবং চীন সরকারের সাথে সবরকম ব্যবস্থা ঠিক হয়ে যাওয়ার পর লোকজনকে সরিয়ে নেয়ার অন্যান্য সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণ করবে।