বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে
চীনের কর্তৃপক্ষগুলো, প্রাণঘাতি নতুন ধরণের করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এপর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৫৬ ব্যক্তির প্রাণহানি ঘটার পাশাপাশি সারাবিশ্বে বিস্তৃত হয়ে চলেছে।
হুবেই প্রদেশের কর্মকর্তারা, এখানে ৫২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানান। প্রাদেশিক রাজধানী উহান হচ্ছে এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। স্বাস্থ্য কর্মকর্তারা, চীনে প্রায় ২ হাজার লোক সংক্রমিত হয়েছেন বলে জানান। এঁদের মধ্যে ৩শর বেশী লোকজনের অবস্থা গুরুতর।
রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম, পর্যটন কোম্পানিগুলো আগামীকাল থেকে আরম্ভ হতে যাওয়া পরিকল্পিত সবগুলো গ্রুপ ট্যুর বাতিল করে দিয়েছে বলে জানায়। চীনের কেন্দ্রীয় টেলিভিশন, চীন সরকারের অনুরোধে এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে উল্লেখ করে।
প্রেসিডেন্ট শি জিন পিং, ঐতিহ্যবাহী চন্দ্র নববর্ষের প্রথমদিন গতকাল কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে এক জরুরী বৈঠকে মিলিত হন।
শি, দেশের এই পরিস্থিতিকে মারাত্মক বলে অভিহিত করেন। তিনি, এই ভাইরাস বিস্তৃত হওয়া রোধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে দলীয় কমিটি এবং সব পর্যায়ের সরকারগুলোর প্রতি নির্দেশ দেন।
তারা, দলীয় নেতৃত্বের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করে। দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের, এই ভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হওয়া হুবেই প্রদেশে প্রেরণ করছে।
ভাইরাসটি বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে চলা অব্যাহত রয়েছে। এপর্যন্ত ১৩টি দেশে ৪৪ জনের সংক্রমিত হওয়া নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা, আজ দেশটির ৩য় রোগীর বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানান।
সংক্রমিতদের অধিকাংশই হচ্ছেন, উহান থেকে আগত পর্যটক অথবা উহান সফর করা লোকজন।
হংকং, আজ থেকে ডিজনি ল্যান্ড বন্ধ করে দিয়েছে। গতকাল থেকে সাংহাই ডিজনি ল্যান্ড বন্ধ রাখা হয়েছে।