টোকিও অলিম্পিক আরম্ভ হতে আর ঠিক ছয় মাস
জাপানে ২০২০ টোকিও অলিম্পিক আরম্ভ হতে আর ঠিক ছয় মাস বাকি। ১৭ দিন ব্যাপী এই ক্রীড়া মহাযজ্ঞে ৩৩ ধরনের ক্রীড়ার রেকর্ড সংখ্যক ৩শো ৩৯টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন কয়েক হাজার ক্রীড়াবিদ।
এখন অলিম্পিকের প্রস্তুতিপর্ব চলছে জোরকদমে। নববর্ষের দিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে নতুন জাতীয় স্টেডিয়াম।
টোকিও অ্যাকুয়াটিকস্ সেন্টার, যেখানে সাঁতার ও ডাইভিং’এর প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে, সেই জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
টোকিও মহানগর কর্তৃপক্ষ এবং উদ্যোক্তারা প্রত্যাশিত প্রচুর সংখ্যক দর্শককে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
ওদিকে নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদূর্ভাবের ফলে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। কর্মকর্তারা লোকজনকে মুখে মাস্ক পরতে, ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে এবং বার বার হাত ধুতে পরামর্শ দিচ্ছেন।
গ্রীষ্মে অলিম্পিকের সময় যে প্রবল দাবদাহের পূর্বাভাষ করা হয়েছে, তার সাথে মোকাবেলার উপায় নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্থল অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার উত্তরাঞ্চলীয় শহর হোক্কাইদো’তে স্থানান্তরের ঘোষণা দিয়ে অলিম্পিক ব্যবস্থাপকরা গত বছর সবাই অবাক ক’রে দেন।
আসল ক্রীড়া টোকিও এবং আশপাশেই কেন্দ্রীভূত থাকলেও, দেশের বাকি অংশেরও ভূমিকা থাকবে এতে। আর এক মাসের একটু বেশি সময়ের মধ্যে ১০ হাজারের ওপর রানার অলিম্পিক মশাল নিয়ে জাপানের ৪৭টি জেলার প্রত্যেকটি অতিক্রম করবে।