জাপান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনার কথা নিশ্চিত করেছে

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন এক ধরনের স্ট্রেইনে দ্বিতীয় এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। উহান থেকে টোকিও’তে আসা ৪০ এর কোঠার এক ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়।

অভ্যন্তরীণ চীনা শহর উহানে এক ধরনের নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে যা এই ভাইরাসের কারণেই হয়তো ছড়াচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চীন ছেড়ে আসার আগে ১৪ই জানুয়ারি এই ব্যক্তির জ্বর আসে। তবে কর্মকর্তারা বলছেন, তিনি দু’বার সেখানে ডাক্তার দেখালেও, তার নিউমোনিয়া হয়েছে বলে শনাক্ত করা যায়নি।

কর্মকর্তারা এও বলছেন, এই ব্যক্তি জাপানে এসে পৌঁছানোর পর ২০শে জানুয়ারি ডাক্তারের কাছে যান। তবে তারা আরও বলছেন, তখন তাকে নিউমোনিয়ায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, ব্যক্তিটি বুধবার আবার ডাক্তারের কাছে যান, কেননা অব্যাহতভাবে তার জ্বর এবং গলায় ব্যথা ছিল। তখন তাকে নিউমোনিয়ার লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তি করে নেয়া হয় বলে জানা যায়।

কর্মকর্তারা এও বলছেন, শুক্রবার সকালের দিকে তারা নিশ্চিত করেন যে, এই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি টোকিও’র একটি হাসপাতালে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

ব্যক্তিটি একথা বলেছেন বলে জানা যায়, তিনি উহানের সামুদ্রিক খাবারের বাজারের কাছে যাননি। এই বাজারটি আক্রান্ত হওয়া অধিকাংশ ঘটনার সাথে সংশ্লিষ্ট। তিনি এও বলেন, ভ্রমণের সময়ে তিনি মুখে মাস্ক পরেছেন।