জাপানের বড় সুপারমার্কেটগুলোতে বিক্রি কমেছে
খারাপ আবহাওয়া এবং একটি ভোগ্যপণ্য করের বৃদ্ধির কারণে পরপর চারবছর জাপানের বৃহৎ সুপারমার্কেটগুলোতে বিক্রি কমেছে।
জাপানের চেইন স্টোর বা দোকান সমিতির ভাষ্যানুযায়ী, গতবছর দেশজুড়ে বড় সুপারমার্কেটগুলোর ১০ হাজার ৫শ ৫০টি শাখায় মোট বিক্রি ছিল ১২ লক্ষ ৪৩ হাজার ২শ ৪০ কোটি ইয়েন বা ১১ হাজার ৪শ কোটি ডলার।
তাদের মধ্যে তুলনামূলক দোকানগুলোতে গত বছরের তুলনায় ১.৮ শতাংশ বিক্রি কমেছে।
সমিতি বলছে, মূলত, গ্রীষ্মে খারাপ আবহাওয়া এবং উষ্ণ শীতের কারণে খাবার এবং কাপড়ের মন্থর বিক্রির জন্য এটি ঘটেছে।
তারা আরও বলছে যে শুধুমাত্র উচ্চ ভোগ্যপণ্য করের আওতায় থাকা এলকোহল জাতীয় পানীয় এবং প্রসাধন সামগ্রীই নয়, কর বৃদ্ধি থেকে অব্যাহতি পাওয়া খাদ্য-পণ্যসমূহের বিক্রিও হ্রাস পেয়েছে।