করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাপান সরকারের অবস্থান
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন যে নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে সংক্রামিত নিউমোনিয়া রোগের বিস্তার প্রতিরোধে জাপান পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে।
বুধবার সুগা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তিনি বলেন, রোগটি চীনে বিস্তার লাভ করছে এবং জাপানে এর সম্ভাব্য প্রাদুর্ভাব রোধ করতে দেশটিকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। দেশে প্রবেশের বিভিন্ন প্রবেশ পথগুলোতে সরকার পরীক্ষা করে দেখার ব্যবস্থা বাস্তবায়ন করবে বলে তিনি জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনের শেষের দিকে জরুরি এক বৈঠকে মিলিত হবে বলে নির্ধারিত রয়েছে। বৈঠকের আলোচনার উপর ঘনিষ্ট নজর রাখার মাধ্যমে সংক্রামণ রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে সুগা আরও উল্লেখ করেন।