মানুষ থেকে মানুষে সংক্রমণের কথা নিশ্চিত করেছে চীন
করোনা ভাইরাসের নতুন এক ধরনের স্ট্রেইনের মারাত্মক সংক্রমণে চীনে আরেক জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এখন পর্যন্ত ২৯১ ব্যক্তি সংক্রমিত হয়েছেন এবং এই সংখ্যা হঠাৎ করে ব্যাপক মাত্রায় বেড়ে যেতে পারে, কেননা চীনা কর্তৃপক্ষ এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে বলে নিশ্চিত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলিক দপ্তর মঙ্গলবার টুইট করে, “সাম্প্রতিক তথ্য থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে, চীনা শহর উহান’এর মহামারী সংশ্লিষ্ট করোনা ভাইরাসের নতুন ধরনের স্ট্রেইনের অন্ততপক্ষে মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার কিছু ঘটনা ঘটেছে।
ডব্লিউএইচও এও জানায়, “স্বাস্থ্য কর্মীদের এই রোগে সংক্রমিত হওয়া এই ঘটনার প্রমাণকে জোরালো করছে”।
উহান’এ এই মহামারী প্রথম শুরু হয়। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেন, ৮৯ বছর বয়সী এক ব্যক্তি এ সপ্তাহে মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। তারা এও বলছেন, চলতি মাসের গোড়ার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অধিকাংশ সংক্রমণের খবর এই শহর থেকে পাওয়া গেছে। তবে, কর্তৃপক্ষ বেইজিং, শাংহাই এবং গুয়াংদং প্রদেশ সহ চীনের অন্যান্য অংশেও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করে।
এক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল থেকে ১৫ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
চীনের বাইরেও ৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন থাইল্যান্ডের, ১ জন জাপানের এবং ১ জন দক্ষিণ কোরিয়ার।