জাপানে আগত বিদেশী পর্যটকের ব্যয়ের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ
জাপানে, গতবছর আগত বিদেশী পর্যটকদের ব্যয়ের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জাপান পর্যটন সংস্থা, গতবছর বিদেশী পর্যটকরা জাপানে থাকা, কেনাকাটাসহ অন্যান্য কাজে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৪ হাজার ৩৭০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করেন বলে জানায়।
সংস্থা, এ সংখ্যা গতবছরের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশী এবং পরপর সাত বছর পূর্ববর্তী বছরের রেকর্ড নবায়নের ঘটনা বলে উল্লেখ করে।
এটি হচ্ছে প্রত্যেক পর্যটকের গড় ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশী প্রায় ১ হাজার ৪৩৮ ডলার নিয়ে গত চার বছরের মধ্যে প্রথমবারের মত বৃদ্ধির ঘটনা।
পর্যটকদের ব্যয়ের পরিমাণ, প্রায় ১ হাজার ৬শ কোটি ডলার নিয়ে চীন শীর্ষে এবং এরপর ৫শ কোটি ডলার নিয়ে তাইওয়ান ২য় এবং প্রায় ৩শ ৮০ কোটি ডলার নিয়ে দক্ষিণ কোরিয়া ৩য় অবস্থানে রয়েছে।
ক্রমাবনতীশীল দ্বিপক্ষীয় সম্পর্কের ফলে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ায় দক্ষিণ কোরীয়দের ব্যয়ের পরিমাণ প্রায় ২৮ শতাংশ হ্রাস পায়।
সংস্থা, জাপানে গতবছর অনুষ্ঠিত রাগবি বিশ্বকাপ পর্যটকদের ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে জানায়।
সংস্থাটি, চলতি বছরের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের কারণে পর্যটকদের ব্যয় কি পরিমাণ বৃদ্ধি পায় সেদিকে নজর রাখবে বলে উল্লেখ করে।