জাপানে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে ৮১ শতাংশ
জাপান সরকারের পরিচালিত এক জরীপে, উত্তরদাতাদের প্রায় ৮০ শতাংশ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।
মন্ত্রী পরিষদ দপ্তর ২০১৯ সালের নভেম্বর মাসে, সর্বোচ্চ শাস্তিটির ব্যবহার সম্পর্কে তদূর্ধ্ব ১৮ বছর বয়সী ৩ হাজার লোকজনের উপর এই জরীপ পরিচালনা করে। এতে ১ হাজার ৫৭২ জন উত্তর দেন।
উত্তরদাতাদের ৮১ শতাংশ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত দিলেও ৯ শতাংশ সর্বোচ্চ শাস্তিটি বাতিল করে দেয়ার কথা বলেন।
মৃত্যুদণ্ড অনুমোদনকারী লোকজনের কাছে এমন চিন্তা করার কারণ জানতে চেয়ে বেছে নেয়ার জন্য কয়েকটি উত্তর রাখা হয়।
উত্তরদাতাদের ৫৭ শতাংশ, অন্যান্য শাস্তির মাধ্যমে অপরাধে নিহতদের পরিবারের সদস্যদের আবেগ প্রশমিত হবে না বলে উল্লেখ করেন। ৫৪ শতাংশ, মৃত্যুর মাধ্যমে ঘৃণ্য অপরাধের জন্য অপরাধীদের দায় মেটানো উচিত বলে উল্লেখ করেন।
উত্তরদাতাদের কাছে, মৃত্যুদণ্ড বাতিল করা হলে ঘৃণ্য অপরাধ বৃদ্ধি পাবে কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে, ৫৮ শতাংশ হাঁ সূচক এবং ১৪ শতাংশ না সূচক উত্তর দেন।
জরীপে, দেশে যাবজ্জীবন কারাদণ্ড প্রবর্তন করা হলেও মৃত্যুদণ্ড রাখা উচিত হবে কিনা জানতে চাওয়া হয়। উত্তরে ৫২ শতাংশ বহাল রাখার পক্ষে এবং ৩৫ শতাংশ বাতিল করা উচিত হবে বলে উল্লেখ বলেন।