চীনে নতুন করোনা ভাইরাসজনিত দ্বিতীয় মৃত্যু

চীনের উহান শহরের কর্তৃপক্ষ নতুন এক ধরনের করোনা ভাইরাসের কারণে দেখা দেয়া নিউমোনিয়ায় দ্বিতীয় মৃত্যুর খবর ঘোষণা করেছে।

এই শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, সর্বশেষ মৃত ব্যক্তির বয়স ছিল ৬৯ বছর। তিনি বুধবার উহানের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। উহান হচ্ছে মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী।

করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনটি প্রথমে উহান’এ শনাক্ত করা হয়। এই ভাইরাসের কারণে দেখা দেয়া নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষগুলো জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪১ জন নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে দু’জন নিহত হন, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, অন্যদিকে ১২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

চীনে, চান্দ্র নববর্ষের ছুটি আগামী শুক্রবার থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলবে। সম্ভাব্য সংক্রমণ রোধ করার জন্য কর্তৃপক্ষগুলো দেশের ভিতরে এবং বাইরে লোকজনের চলাচলের উপর পর্যবেক্ষণ জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।