২০২০ সালে চার কোটি বিদেশী পর্যটক আকর্ষণের চেষ্টা করবে জাপান

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা, পর্যটন কৌশল এগিয়ে নেয়ার লক্ষ্যে বুধবার সরকারী এক প্যানেলের সামনে ভাষণ দেন। এই বছরের শেষ নাগাদ জাপানের লক্ষ্য হল চার কোটি পর্যটককে স্বাগত জানানো বলে তিনি পুনরাবৃত্তি করেন।

বিশ্ব ভ্রমণকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের স্থানে পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে জাপানকে প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শুধুমাত্র হোক্কাইদো এবং ওকিনাওয়ার মত প্রধান প্রধান এলাকাগুলো ছাড়াও অন্যান্য অঞ্চল সম্প্রসারণের বিরাট সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে সরকার অনুমান করেছিল যে ২০১৯ সালে রেকর্ড সংখ্যক প্রায় ৩ কোটি ২০ লক্ষ বিদেশী জাপান ভ্রমণে এসেছিল। তবে দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় বছর ওয়াড়ি হিসাবে বৃদ্ধির এই হার হল শুধুমাত্র দুই দশমিক দুই শতাংশ।