বিমান দুর্ঘটনা নিয়ে সত্য বলার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি দেশটির সামরিক বাহিনীকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার কারণ এবং এই দুর্ঘটনার জন্য কে দায়ী, সেটি নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

গতকাল ইরানের সামরিক বাহিনী ঐ বিমানটিকে অনিচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার বিষয়টি স্বীকারের পাশাপাশি “মানব-ঘটিত ত্রুটি”কে এই ভুলের জন্য দায়ী করার পর খামেনি এই বিবৃতি প্রদান করেন।

উল্লেখ্য, গত বুধবার তেহরান থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ ভূপাতিত হয়। বিমানে থাকা প্রায় ১৮০ ব্যক্তির সবাই এতে নিহত হন।

ঐ বিবৃতিতে খামেনি বলেন, ঐ দুর্ঘটনার জন্য মানব ত্রুটি দায়ী, একটি তদন্তে সেটি উদ্ঘাটনের খবর শুনে তিনি মর্মাহত হয়েছেন এবং ঐ বিমানের সব আরোহীর মৃত্যুর ঘটনাও তাকে শোকার্ত করেছে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি তিনি নিজের সমবেদনা জানান।

সর্বোচ্চ এই নেতা ইরানি সামরিক বাহিনীকে এমনভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন যাতে সত্য উচ্চারিত হয়। এছাড়া, তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার নির্দেশনাও প্রদান করেন।

ইরান সরকার সংশ্লিষ্ট দেশটির ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, খামেনি এবং প্রেসিডেন্ট হাসান রৌহানিকে গত শুক্রবার সকালে অবহিত করা হয় যে মানব ত্রুটির কারণে ইউক্রেনীয় বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়।

এরপর, খামেনি দেশের শীর্ষ সিদ্ধান্ত নেয়ার সংগঠন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেন।

শুক্রবারের ঐ বৈঠকের পর খামেনির নির্দেশনা অনুযায়ী সামরিক বাহিনী এই ঘোষণা দেয় যে ঐ বিমানকে ভুলক্রমে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছিল।